নিজস্ব প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার মহাষ্টমী উদযাপন হচ্ছে আজ (৩০ সেপ্টেম্বর)। এদিন ১ থেকে ১৬ বছর বয়সী একজন কুমারীকে দেবী দুর্গারূপে পূজা করেন ভক্তরা। সারাদেশের মতো ময়মনসিংহের বিভিন্ন পূজামণ্ডপে সকাল থেকেই শুরু হয়েছে এ পূজার আনুষ্ঠানিকতা।

দুর্গাপূজার অষ্টমী তিথিতে অনুষ্ঠিত হয় কুমারী পূজা। অষ্টমী তিথিতে দিনে হয় অষ্টমী পূজা, রাতে সন্ধি পূজা। অষ্টমীর শেষ নবমীর শুরু এই সন্ধিক্ষণে অনুষ্ঠিত হয় বলে এ পূজার নাম সন্ধি পূজা। যেসব মণ্ডপে কুমারী পূজা হয়, সেখানে একই দিনে অনুষ্ঠিত হয় তিনটি পূজা।

এসময় উৎসবমুখর পরিবেশে ঢাক-ঢোল,কাঁসর, ঘণ্টা, শঙ্খ ,উলুধ্বনির ও উলুধ্বনি, চন্ডিপাঠের মাধ্যমে পুজার কাজ সম্পন্ন করছেন পুরোহিত। পাশাপাশি বিভিন্ন ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন মন্দিরে মন্দিরে চলছে দেবী দূর্গার আরাধনা।

আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরে উৎসবমুখরভাবে চলছে দুর্গাপুজা। দেবী দুর্গা মর্তলোকের সকল হানাহানি দুর করে সর্বত্র সুখ শান্তি বিরাজ এবং দেশ ও দশের সমৃদ্ধির জন্য ভক্তরা কামনা করেন।

ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলায় পারিবারিক ও সার্বজনীন মিলিয়ে ৭৮১টি মন্ডপে দুর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে। ময়মনসিংহ জেলার বিভিন্ন মন্দিরে পূজা মন্ডপের পুজারীরা মা’র কাছে ব্যাক্তিগত ও সকলের সমৃদ্ধি কামনা করেছেন। এবছর পূজা উপলক্ষে ময়মনসিংহ শহরের সবক’টি পূজা মন্ডপ এবং নগরীর গুরুত্বপূর্ণ স্থানে এবার ব্যাপক আলোকসজ্জা ও তোরণ নির্মাণ করা হয়েছে।