শৈশবের সরল আনন্দ-হাতে শাপলা আর বুকভরা হাসি। শেরপুরের নকলার পাঠাকাটা ইউনিয়নের নামা কৈয়াকুড়ি এলাকার বুড়োডুবি বিলের কোলে নৌকায় চড়ে শাপলা তুলে শৈশবের রঙে রাঙিয়ে নিচ্ছে ছোট্ট তাসনিম আব্দুল্লাহ আল তাইফ। ছবি ও তথ্য শফিউল আলম লাভলু।