সংবাদদাতা : জামালপুরের বকশীগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ এক মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও এক সদস্য আহত হয়েছেন। পরে রাতেই অভিযান চালিয়ে ছিনিয়ে নেওয়া লিটন মিয়াসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে বকশীগঞ্জ উপজেলার সওদাগরপাড়া এলাকায়।
আহতরা হলেন- বকশীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাসেল আহম্মেদ (৩২) ও পুলিশ সদস্য আমিরুল ইসলাম (৫৩)। আহত দুজন বর্তমানে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সওদাগরপাড়ার মাদক কারবারি সুরুজ আলীর ছেলে লিটন মিয়ার (৪৫) বাড়িতে অভিযান চালায় পুলিশ।
অভিযানের সময় ১০০ পিস ইয়াবাসহ লিটন মিয়াকে হাতেনাতে আটক করা হয়। তবে তাকে থানায় নেওয়ার সময় তার সহযোগীরা আকস্মিকভাবে পুলিশের ওপর হামলা চালায়। হামলার মধ্যে আটক লিটন মিয়াকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হয়।
এ সময় পুলিশের এসআই রাসেল আহম্মেদ ও কনস্টেবল আমিরুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা পরে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পরপরই বকশীগঞ্জ থানা পুলিশ অতিরিক্ত সদস্য নিয়ে এলাকায় অভিযান চালায়। রাতেই ছিনিয়ে নেওয়া লিটন মিয়াসহ পাঁচজনকে আটক করা হয়।
আটকরা হলেন- মাদক কারবারি লিটন মিয়া (৪৫), রিপন মিয়া (২০), ফিরোজা বেগম (৫৫), সিয়াম মিয়া (২২) ও শামীম (৩০)। সবাই বকশীগঞ্জের সওদাগরপাড়া এলাকার বাসিন্দা।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ গনমাধ্যমকে বলেন, পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক কারবারিকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।