নিজস্ব প্রতিবেদক : শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান বৃহস্পতিবার (৯ অক্টোবর) নকলা উপজেলায় বিভিন্ন সরকারি উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।

সফরকালে তিনি উপজেলা ভূমি অফিস পরিদর্শন করে সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরে তিনি গুচ্ছগ্রাম প্রকল্পসহ দুটি উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করে প্রকল্পের অগ্রগতি ও জনসেবায় এর প্রভাব সম্পর্কে খোঁজখবর নেন।

এছাড়া জেলা প্রশাসক জানকীপুর কমিউনিটি ক্লিনিকের সেবাদান কার্যক্রম ঘুরে দেখেন এবং সেবার মান আরও উন্নত করার আহ্বান জানান।

এ সময় ভিক্ষুক পুনর্বাসনের অংশ হিসেবে একজন ভিক্ষুককে মুদি দোকান চালুর মাধ্যমে আয়-উপার্জনের সুযোগ করে দেওয়া হয়, যা পুনর্বাসন ও স্বনির্ভরতার পথে একটি মানবিক উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়। জেলা প্রশাসন শেরপুর জনগণের দোরগোড়ায় সরকারি সেবা ও মানবিক উন্নয়ন পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ বলে জানান জেলা প্রশাসক।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলোয়ার হোসেন শামীম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুমান হাসানসহ সংশ্লিষ্ঠরা উপস্থিত ছিলেন।