কলমাকান্দা প্রতিনিধি : বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল অভিযোগ করেছেন, পিআরএর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন অ্যাপ্রোচ) নামে জামায়াতে ইসলামি দেশে ধর্মীয় উন্মাদনা ছড়াচ্ছে এবং একটি পরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার চাঁনপুরে রামকৃষ্ণ আশ্রমে দুর্গাপূজার অষ্টমীর কুমারী পূজা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশ্রমের সভাপতি অনুপ চক্রবর্তী।
ব্যারিস্টার কামাল বলেন, গত ১৭ বছর দেশের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। এখন তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ। অথচ যারা পিআরএর দাবি করছেন, তাদের অনেকেই এই পদ্ধতি সম্পর্কে ঠিকভাবে জানেন না। সংসদীয় গণতন্ত্রের সূতিকাগার ইংল্যান্ডেও পিআরএ পদ্ধতিতে নির্বাচন হয়নি। এমনকি অস্ট্রেলিয়া, কানাডা ও ভারতেও এই পদ্ধতি চালু নয়।
তিনি আরও বলেন, পিআরএর দাবি থাকতে পারে, তবে তা নির্বাচনী ইশতেহারের মাধ্যমে উপস্থাপন করা উচিত। ঠুনকো অজুহাতে নির্বাচন বিলম্বিত বা বানচালের অপচেষ্টা বরদাশত করা হবে না। জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় আমরা সব সময় সংগ্রাম করেছি। এখন সময় এসেছে ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও মজবুত করার।
কুমারী পূজা প্রসঙ্গে কায়সার কামাল বলেন, নারী মাতৃশক্তির প্রতীক। হিন্দু ধর্মমতে, প্রতিটি নারীর মধ্যেই দেবীশক্তি বিদ্যমান। সেই শক্তিকে শ্রদ্ধা জানাতেই কুমারী পূজা পালিত হয়। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশনে এই পূজার প্রচলন করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে সব ধর্ম-বর্ণের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করবে—এটাই আমাদের কাম্য। আমরা চাই, সম্প্রীতির বন্ধনে দেশ এগিয়ে যাক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা বিএনপির সভাপতি এমএ খায়ের, সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূঁইয়া, এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।