জামালপুর সংবাদদাতা : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সীমান্ত পেরিয়ে আসা এক সন্দেহভাজন ভারতীয় নাগরিককে আটক করেছে স্থানীয়রা। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাঘারচর গ্রামে এ ঘটনা ঘটে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ব্যক্তি নিজেকে কৃষ্ণ রাও নামে পরিচয় দিয়েছেন। তিনি জানিয়েছেন, তার পিতার নাম বিহারী রাও এবং মাতার নাম দেওকালি রাও। বাড়ি ভারতের জলপাইগুড়ি জেলার পানাবস্তি এলাকায়, হাসপাতাল রোডের পেছনে বলে দাবি করেন তিনি।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কৃষ্ণ রাও বাংলাদেশের কুড়িগ্রামের রাজিবপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে প্রবেশ করেন এবং ঘোরাফেরা করতে করতে জামালপুরের দেওয়ানগঞ্জে চলে আসেন। তাকে মানসিক ভারসাম্যহীন মনে হওয়ায় সন্দেহজনক আচরণের কারণে স্থানীয়রা তাকে আটক করেন।
খবর পেয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কৃষ্ণ রাওকে থানায় নিয়ে আসে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসাইন জানান, আটক ব্যক্তি ফকির বা সন্ন্যাসী প্রকৃতির মনে হচ্ছে। তিনি একেক সময় একেক নাম, ঠিকানা ও পরিচয় দিচ্ছেন। বাংলা ও হিন্দি ভাষায় কথা বলতে পারেন। ধারণা করা হচ্ছে তিনি মানসিকভাবে অসুস্থ।
ওসি আরও জানান, তার প্রকৃত পরিচয় ও আগমনের উদ্দেশ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তিনি বাংলাদেশে অনুপ্রবেশ করে থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আদালতের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।