হালুয়াঘাট প্রতিনিধি : হালুয়াঘাটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না ।

বৃহস্পতিবার সকালে বিলডোরা ইউনিয়নের রহেলা গ্রামে বন্যা ক্ষতিগ্রস্থদের মাঝে প্রধান অতিথি হিসেবে ত্রাণ বিতরণ করেন তিনি।

উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, উপজেলা নির্বাহি অফিসার মো. এরশাদুল আহমেদ,সহকারী কমিশনার (ভূমি) জান্নাত প্রমুখ।

পরে দুপুরে হালুয়াঘাট কেন্দ্রীয় দুর্গা মন্দির পরিদর্শন ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন তিনি।

উল্লেখ্য, গত কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সমগ্র হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা প্লাবিত হয়। এতে করে ফসলি জমি, পুকুর ও ফিসারী, রাস্তাঘাট তলিয়ে যায়। বাড়িঘরে পানি উঠে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়, এ এলাকার লাখো মানুষ।