ডেস্ক রিপোর্ট : দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর মারা গেছেন একজন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন ৪৪ জন। শনিবার (২৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে জানা যায় এ তথ্য।
শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১৫ জনের মধ্যে ঢাকার ১০ ও ঢাকার বাইরে রয়েছেন পাঁচজন।
এবছর ১ জানুয়ারি থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৯৭৭ জন। এর মাঝে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১০ জন ও ঢাকার বাইরে রয়েছেন ৪৬৭ জন।
অন্যদিকে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯২২ জন। তাদের মধ্যে ঢাকায় ৪৭১ ও ঢাকার বাইরে রয়েছেন ৪৫১ জন। এছাড়া ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন।









