শফিউল আলম লাভলু : শেরপুরের নকলায় মাসিক আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ২৭ সেপ্টম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ সভাপতিত্বে আইনশৃঙ্খলা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা পৌরসভা মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) ইস্কান্দর হাবিব প্রমুখ। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মাসিক সমন্বয় কমিটির সভায় অনুষ্ঠিত হয়।