ময়মনসিংহ প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ময়মনসিংহের মানবিক চিকিৎসক বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ হরিশংকর দাশ সারা দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেন। এতে দিনব্যাপী দুস্থ অসহায় দরিদ্র রোগীর চক্ষু চিকিৎসা ও প্রয়োজনীয় নির্দেশনা দেন। স্বাধীনতা স্বপক্ষের চেতনায় বিশ্বাসী ও বঙ্গবন্ধু'র আদর্শ লালন করেই ডা. হরি শংকর দাশ প্রতি বছর এ কার্যক্রম পরিচালনা করে আসছেন।

ডাঃ হরিশংকর দাশ বলেন গরিব মানুষের পাশে দাড়ানো বঙ্গবন্ধুর আহবান সেই আদর্শ লালন করে যাচ্ছি। যতদিন বেঁচে আছি এ কাজ করে যাব। তিনি আরও বলেন বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা বির্নিমানে চিকিৎসক সমাজ অন্যতম ভূমিকা রাখছে। পারমিতা চক্ষু হাসপাতালের উপ-পরিচালক মিসেস ফাতেমা বেগম সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন।

উল্লে¬খ্য, ডাঃ হরিশংকর দাশ চক্ষু বিষয়ে অবদান রাখায় মহামান্য রাষ্ট্রপ্রতির কাছ থেকে পুরস্কার গ্রহন ছাড়াও দেশি বিদেশী সংগঠন ও স্থানীয় প্রশাসন ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে সম্মাননা পদক ও পুরুস্কার লাভ করেন।