হালুয়াঘাট প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাটে আকনপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরুধের জের ধরে ইস্কান্দর আলী মন্ডলকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে সোমবার সন্ধ্যায় তার উপর অতর্কিত হামলা করে একই গ্রামের জোবায়ের হোসেন সহ ৭/৮ জনের একটি দল। দা দিয়ে কুপিয়ে তাকে রক্তাক্ত জখম করা হয়। এ সময় তার ডাকচিৎকারে আশে-পাশের লোকজন ঘটনাস্থল থেকে উদ্ধার করে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক। এই ঘটনায় আহতের ভাই থানায় মামলা করতে আসলে রাত ১২ টায় পূনরায় প্রতিপক্ষের দলবল নিয়ে তাদের বাড়িতে হামলা করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
বুধবার রাতে ইস্কান্দরের বাড়িতে অগ্নী সংযাগের ঘটনায় থানায় একটি মামলা করায় এই ঘটনা ঘটেছে বলে জানান ভুক্তভোগীরা। এই ঘটনায় হালুয়াঘাট থানায় ১১ জনকে আসামী করে মামলা করেন আহতের ভাই মোঃ হেঞ্জল উদ্দিন। অভিযুক্তরা হলেন, জোবায়ের হোসেন মন্ডল (৩৫), আবুল হাসেম (৪০), আবুল কাশেম (৪৩), জুয়েল (২৬), আব্দুল আওয়াল হোসেন (২২), হেলাল উদ্দিন (৪৫), হাবুর (৪২), মতি (৪০), মোস্তফা ওরফে মুস্তু (৩৫), আক্তার হোসেন (৫৫), নজরুল ইসলাম (৬০) সহ আরো অনেকেই।
মামলা সুত্রে জানা যায়, পূর্ব হইতে জমিজমা নিয়া বিরোধ সহ বিভিন্ন ধরনের মামলা-মোকদ্দমা বিজ্ঞ আদালতে চলমান থাকায় গত বুধবার সন্ধায় প্রতিপক্ষগণ বাদীর বাড়ির ভিতরে প্রবেশ করে গো-খাদ্য ও শুকনো খড় রাখার ঘরে অগ্নিসংযোগ করায় তাদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দাখিল করেন।
উক্ত অভিযোগের প্রেক্ষিতে বিবাদীগণ আক্রোশ বশত ১ সেপ্টেম্বর আকনপাড়া হাদিসের মোড় নামক স্থানে প্রকাশ্য ইস্কান্দার আলী মন্ডলকে হত্যার হুমকি দেন।









