শেরপুরের শ্রীবরদীতে গলায় ফাস দিয়ে সওদাগর (৮৩) নামে এক বৃদ্ধের আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিহত বৃদ্ধ সওদাগর মুথারাদী এলাকার মৃত ফজর উদ্দিন আহমদের ছেলে। ঘটনাটি ঘটেছে বুধবার (১১ আগস্ট) শ্রীবরদী পৌরসভার মথুরাদী এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

এলাকাবাসী ও পরিবারের লোকজন সূত্রে জানা যায়, সওদাগর দীর্ঘদিন যাবত অসুস্থ ছিল। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে ঘুমাতে যায়। বুধবার সকালে অনেক ডাকাডাকির পরও ঘরের দরজা খুলছিল না। একপার্যায়ে ঘরের ভিতরে গেলে ধরনার সাথে গলায় মাফলার পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের লোকজনের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।