মোঃ সাইফুল ইসলাম : ময়মনসিংহ নগরীর গোহাইলকান্দি জামতলা মোড় পূর্বপাড়া দরগা মসজিদ সংলগ্ন এলাকায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

এ ঘটনার পর থেকেই স্বামী ফুয়াদ হোসেন পলাতক রয়েছে। অভিযোগ উঠেছে, নেশাগ্রস্ত স্বামী মোঃ ফুয়াদ স্ত্রী মায়মুনা আক্তার মুনা (২৫)কে ওড়না দিয়ে চোখ মুখ বেঁধে মেয়ের দোলনার রশি দিয়ে গলায় ফাঁস জড়িয়ে নির্মমভাবে হত্যা করে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি ফিরোজ তালুকদার বলেন, ২০১৪ সালে জামতলা মোড়ের নাসিম হোসেনের ছেলে ফুয়াদ হোসেনের সাথে একই এলাকার মৃত আব্দুল জলিলের মেয়ে মুয়মুন মুনার (২৫) বিয়ে হয়।

তাদের পাঁচ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

বিয়ের পর থেকেই তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বনিবনা হচ্ছিল না। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯ টায় নেশাগ্রস্ত বখাটে মোঃ ফুয়াদ নেশার টাকা না পেয়ে তার শাশুড়ি কুলসুম (৪৫) এর মোবাইল ফোন সেট জোড় করে নিয়ে যায। মায়ের মোবাইল ফোন নেওয়ার ঘটনা ফুয়াদের স্ত্রী মুনার সাথে স্বামীর বাকবিতণ্ডা হয়। উত্তেজিত বখাটে স্বামী ফুয়াদ স্ত্রী মুনাকে বেদম প্রহার করে এবং মুনার গলায় রশি'র ফাঁস জড়িয়ে হত্যা করে পালিয়ে যায়।

কোতোয়ালি মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরন করে। তবে ঘাতককে আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।