অনলাইন ডেস্ক : বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা কিছুটা কমেছে। সারাবিশ্বে ৪২ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হলেও কমেছে মৃতের সংখ্যা।

একদিনে বিশ্বে করোনায় মারা গেছে ৩ হাজার ৫শ' ১০জন। এ নিয়ে বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা ২ লাখ ৮৫ হাজার ছাড়িয়েছে। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪২ লাখ। সুস্থ হয়েছেন ১৫ লাখের বেশি।

যুক্তরাষ্ট্রে গত একমাসের মধ্যে রবিবার সর্বনিম্ন মৃত্যু হয়েছে সাড়ে ৭শ' জনের। মোট মৃত্যু হয়েছে ৮০ হাজারের বেশি। আক্রান্ত সাড়ে ১৩ লাখ ছাড়িয়েছে। ১৫ই মে থেকে লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছেন নিউইয়র্ক গভর্নর।

স্পেন, যুক্তরাজ্য ও ইতালিতেও কমেছে দৈনিক মৃতের হার। তবে, রাশিয়ায় আক্রান্তের সংখ্যা দুই লাখের বেশি। এখন পর্যন্ত প্রাণ গেছে ২ হাজার ৯ জনের। কানাডায় কমেছে মৃত্যুর হার।

এদিকে, করোনার উৎপত্তিস্থল চীনের উহানে সোমবার ৫ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে নতুন করে ২৪ ঘণ্টায় ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। ব্রাজিলে একদিনে প্রাণ গেছে ৪শ' ৬৭ জনের, মোট মৃত্যু ১১ হাজারের বেশি। আক্রান্ত দেড় লাখের বেশি মানুষ।