কেন্দুয়া প্রতিনিধি: “টাইফয়েডমুক্ত সমাজ গড়ি” এই লক্ষ্যকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় টাইফয়েড টিকাদান কার্যক্রম নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমদাদুল হক তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাঈম উল ইসলাম চৌধুরী।

সভাটি যৌথভাবে পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈম হোসেন এবং মেডিকেল অফিসার ডা. শহীদুল আলম।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউনুস রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফতাব উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আসাদুজ্জামান, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ লাইমুন হোসেন ভূঁইয়া, উপজেলা আইসিটি কর্মকর্তা আজিজুল হক, পৌর নির্বাহী কর্মকর্তা ফারুক ওয়াহিদ ও স্বাস্থ্য পরিদর্শক লুৎফর রহমান ভূঁইয়া প্রমুখ।

বক্তারা বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ, এবং টিকা এর বিরুদ্ধে একটি কার্যকর ও নিরাপদ প্রতিরক্ষাবর্ম। এজন্য জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি। শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগেই এ টিকাদান কার্যক্রম সফল করা সম্ভব।

সভায় উপজেলার প্রতিটি এলাকায় সুষ্ঠুভাবে টিকাদান কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।