ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় মঙ্গলবার দুপুরে প্রাকৃতিক ভারসাম্য ও পরিবেশ রক্ষার্থে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও বনবিভাগের উদ্যোগে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এসব গাছের চারা বিতরণের কার্যক্রম হাতে নেয়া হয়।
বৃক্ষ প্রেমিক উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল উপজেলার আহমদ নগর উচ্চ বিদ্যালয় ও আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসাবে যোগ দিয়ে ৪ শতাধিক শিক্ষার্থীকে একটি করে পেয়ারা, জাম্বুরা, কামরাঙ্গা সহ ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল শিক্ষার্থীদের সাথে শিক্ষার মান নিয়ে কথা এবং শ্রেণী কক্ষ পরিদর্শন করেন। প্রাকৃতিক ভারসাম্য ও পরিবেশ রক্ষার্থে ভবিষ্যতে অক্সিজেনের সমস্যা থেকে সবাই মুক্তি পাবে। সকল শিক্ষার্থীদেরকে বাড়িতে যেয়ে গাছ রোপণ করে পরিচর্যার মাধ্যমে গাছের যত্ন নিতে বলেন। পরিবেশ বাচাঁতে হলে গাছের বিকল্প নেই। গাছ কর্তনের ফলে দিন দিন দেশে আবহাওয়ার প্রভাব পড়ছে এখনই সময় বেশি বেশি করে গাছ রোপণ পরিবেশকে রক্ষা করতে হবে বলে জানান এই বৃক্ষ প্রেমিক কর্মকর্তা।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রধান শিক্ষিকা শরিফা বেগম, সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন, প্রধান শিক্ষক মাসুদ হাসান মাসুদ, সহাকারি শিক্ষক আবু রায়হান প্রমুখ।










