গৌরীপুর প্রতিনিধি: ডেভিল হান্ট অভিযানে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকরাম হোসেন খান মামুনকে গ্রেপ্তার করেছে গৌরীপুর থানার পুলিশ।

রবিবার দুপুরে গৌরীপুর উপজেলা পরিষদ চত্বর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার বোকাইনগর ইউনিয়নের মিরিকপুর গ্রামের বাসিন্দা।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মাযহারুল আনোয়ার জানান- মামুনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, ডেভিল হান্ট অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।