ঝিনাইগাতী প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে শনিবার সকালে উপজেলার তিনআনী বাজারে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় পরিস্কার পরিচ্ছন্নতা করার জন্যে বিএনপির নেতাকর্মীরা বাজারে পরিস্কারের কাজ করেছেন।

উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক লুৎফর রহমান এবং ওই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বিল্লালের নেতৃত্বে অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা বাজার পরিস্কারে ঝাড়ু নিয়ে অংশগ্রহণ করেন। এই কাজকে এলাকাবাসী বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন।

অপরদিকে ঝিনাইগাতী সদরে হেফাজত ইসলাম মাহে রমজানের পবিত্রতা রক্ষায় ও রমজানকে স্বাগত জানিয়ে বাজারে এক মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।