ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বৈরাটী আলিম মাদরাসায় মৌলভি শিক্ষক শাহজাহান অধ্যক্ষ দাবি করে এমপিও ভুক্তি করে নেয়ার অভিযোগ উঠেছে। মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে ২০২৪ইং সালের ডিসেম্বর মাসের এমপিও’তে খবর নিয়ে এতথ্য নিশ্চিত হওয়া যায়।

জানা যায়, বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও ভুক্তি করতে হলে অনলাইন সার্ভারে আবেদন করার নিয়ম থাকলেও অনিয়মের আশ্রয় নিয়ে মৌলভী শাহজাহান তা করেননি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস বিষয়টি নিশ্চিত করেন।

গত ২০২৪ ইং সালের নভেম্বর মাসে এমপিওতে শাহজাহান ৯-কোডের ৩২ হাজার ৪৯০ টাকা বেতনে নাম আসলেও ২০২৪ সালের ডিসেম্বর মাসের ৬-কোডের ৩৭ হাজার টাকা এমপিওতে অধ্যক্ষের নাম নিয়ে আসেন তিনি।

আরো জানা যায়, ১৯৬০ সালে মাদরাসাটি প্রতিষ্ঠা করেন আলহাজ হযরত মাওলানা শাহ সুফি মুহম্মদ হোসাইন আলী রহমতুল্লাহি আলাইহি।

খবর নিয়ে জানা যায়, এ মাদরাসায় ইতিপূর্বে (দাখিল শাখার) মৌলভি শিক্ষক মো সুলতান উদ্দিনের শুন্যপদে মোঃ শাহজাহান-১৯৯৪ সালে নিয়োগ নেয়। মৌলভী শিক্ষক পদ থেকে শাহজাহান একাধিকবার উচ্চতর স্কেল নিয়ে বাইশ হাজার টাকা স্কেলে বেতন ভাতা উওোলন করছেন। তার শিক্ষা জীবনে দাখিল, আলিম,ফাজিল তৃতীয় বিভাগ রয়েছে।

বিষয়টি গোপন করে ভূয়া কাগজপত্র দিয়ে অধ্যক্ষ পদ দেখিয়ে মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে এমপিও সিটে অধ্যক্ষ পদের নাম লাগিয়ে নেয়। অথচ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিধিমালার নিয়ম অনুযায়ী আলিম মাদরাসার অধ্যক্ষ পদে নিয়োগ পেতে হলে আরবি প্রভাষক পদের যোগ্যতা কিংবা দাখিল মাদ্রাসার সুপার থাকার নিয়ম থাকলেও শাহজাহানের ক্ষেত্রে তা নেই।

শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের, মাদরাসা শাখা-২ থেকে ৫ ফেবুয়ারি ২০১৮ তারিখের ৫৭.০০.০০০০.০৮৫.২৭.০৩.২০১৮-৬৫ স্মারক শাহজাহানের অধ্যক্ষের এমপিও স্থগিত করার জন্য মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকে চিঠি দেন।

এসব বিষয়ে শাহজাহানের কাছে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।