স্টাফ রিপোর্টার : স্বরাষ্টমন্ত্রী শনিবার ময়মনসিংহে আগমন উপলক্ষে ময়মনসিংহ মহানগর যুবলীগ নেতা আশরাফের উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে পৌছলে ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য মহিত উর রহমান শান্ত’র পক্ষ থেকে জিএস আশরাফের নেতৃত্বে নেতাকর্মীরা শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও স্বরাষ্টমন্ত্রীর আগমের বিভিন্ন শ্লোগানে মিছিলটি মুখরিত করে তুলেন।

ময়মনসিংহ মহানগর যুবলীগ নেতা জিএস মো: আশরাফ আলীর নেতৃত্বে আনন্দ মিছিল নগরীর জিমনেসিয়াম এলাকা থেকে শুরু হয়ে পুলিশ লাইন এলাকায় গিয়ে শেষ হয়। মহানগর যুবলীগের তৃণমূল নেতা কর্মীদের উপস্থিতিতে মিছিলটি মুখরিত হয়ে উঠে। এসময় আরো উপস্থিত ছিল,সাবেক ছাত্রনেতা মো: সদরুল আমিন মিথুন, সাদ্দাম কবির আহম্মেদ তনয়, মোহাম্মদ সাব্বির আহম্মেদ,মো: বাসির উদ্দিন ভুঞা

শেখ সামাদ সহ আরো এক ঝাক সাবেক ছাত্রনেতারা।

উল্লেখ্য, শনিবার (১৩ জুলাই) ‘মুক্তিযুদ্ধ পুলিশ: ময়মনসিংহ জেলা গ্রন্থ’র মোড়ক উন্মোচন ও সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল।

এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহ পুলিশ লাইন্সে এসে জেলা পুলিশের ১১ প্রকল্প উদ্বোধন করেন এবং জেলা পুলিশের মুক্তিযুদ্ধ জাদুঘর উদ্বোধন করেন।