নালিতাবাড়ী প্রতিনিধি : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, শ্লোগান দিলে বা বক্তৃতা দিলেই সাম্প্রদায়িক সম্প্রীতি হয় না। মানুষের ভিতর থেকে উঠে আসা সম্প্রীতিই সবচেয়ে বড় কথা।

শনিবার (২১ অক্টোবর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী শহরে শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে অর্থ ও কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মতিয়া চৌধুরী বলেন, ধর্মীয় স্বাধীনতা অবশ্যই থাকবে, ধর্ম পালন অবশ্যই থাকবে। ধর্ম বিহীন কোন তত্ত্বে আমরা বিশ্বাসী না। আমরা চাই, হিন্দু হিন্দু ধর্ম পালন করুক, মুসলমান মুসলমানের ধর্ম পালন করুক, বৌদ্ধ বৌদ্ধ প্রবারণা পূর্ণিমা করুক আর খ্রীষ্টান খ্রীষ্টানদের বড়দিন উদযাপন করুক বা তাদের অন্যান্য অনুষ্ঠানাদি পালন করুক।

তিনি আরও বলেন, অনেকেই অনেক কথা বলবেন। কি শোনলাম সেটা বড় কথা না। কি করলাম, কি দেখলাম, এটাই বড় কথা। চোখ দিয়ে যা দেখা যায় না কান দিয়ে শোনলে সেটা হয় কান কথা। কাজেই আমি মনে করি, চক্ষু-কর্ণের বিভাগ ভঞ্জন করেই আপনারা আপনাদের পথ রচনা করবেন।

শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল, সিনিয়র সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল দিদারুল ইসলাম, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল, নকলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র সরকার, নালিতাবাড়ী শাখার সভাপতি অরুণ চন্দ্র সরকার বক্তব্য রাখেন।

এসময় থানা ভরপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আছমত আরা আছমা, সিনিয়র সদস্য সরকার গোলাম ফারুক, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল, হাজি মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী শতশত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

পরে মতিয়া চৌধুরী উপজেলার ৩৬টি পূজা মন্ডপে সরকারী বরাদ্দের ২০ হাজার করে টাকা এবং পুরোহীত, সোবায়েত ও ঠাকুরদের মাঝে কম্বল বিতরণ করেন।

এর আগে সকালে মতিয়া চৌধুরী নকলা উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময়, পূজা মন্ডপে অর্থ এবং পুরোহীত, সোবায়েত ও ঠাকুরদের মাঝে কম্বল বিতরণ করেন।