নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে আসন্ন দুর্গাপূজা যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষ তেপান্তরে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, বিশেষ অতিথি পৌরসভা মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ.এম মোস্তফা কামাল, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি বাবু অরুন চন্দ্র সরকার, সাধারন সম্পাদক শ্রী যোগেন্দ্র চন্দ্র রায়।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের প্রধান, পৌরসভা ও উপজেলার ১২ টি ইউনিয়নের সকল পুজা মন্ডপের সভাপতি ও সম্পাদক,গণমাধ্যমকর্মীবৃন্দ।
সভায় নালিতাবাড়ী উপজেলার সকল পুজামন্ডপে সার্বিক নিরাপত্তার বিষয়টি আলোচনা করা হয়। উপজেলার ৩৬টি পুজামন্ডপে পুলিশ, আনসার ভিডিপি ও গ্রাম পুলিশ সদস্যগণ সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবে। প্রতিটি পূজা মন্ডবে সিসি ক্যামেরার আওতায় থাকবে বলেও আলোচনা সভায় জানানো হয়।