বারহাট্টা সংবাদদাতা : মিথ্যা ধর্ষণ মামলা করার প্রতিবাদে নেত্রকোনা বারহাট্টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সঠিক বিচারের আশায় ভুক্তভোগী রাবিয়া আক্তার বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রেসক্লাবের সামনে নিজ ছেলে আনোয়ার হোসেন এর উপর তার ভাই শাহজাহান ও ভাতিজি মালা আক্তারের করা মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেন। এতে রাবিয়ার পরিবার ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
মানবন্ধনে রাবিয়া আক্তার বলেন, তার ভাইয়ের সাথে জমি নিয়ে বিরোধ চলছিলো। এরই জেরে ভাই শাহজাহান ও ভাতিজি মালা আক্তারকে ধর্ষনের অভিযোগ তুলে আনোয়ার হোসেনের নামে মিথ্যা মামলা কারায়।
রাবিয়া আক্তার আরো অভিযোগ করেন মিথ্যা মামলা দিয়ে তার ছেলে তাকে বিভিন্ন ভাবে হয়রানী করা হচ্ছে।