তারাকান্দা প্রতিনিধি : জ্বালানি সংকটের মধ্যে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষে কর্মঘণ্টা কমিয়ে অফিস সময়সূচি বদলে দিয়েছে সরকার সকাল ৮টা থেকে ৩টা পর্যন্ত। সেই ক্ষেত্রে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় সরকারি নির্দেশনা মানছেন না উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কার্যালয়।
১১ই সেপ্টেম্বর রবিবার সরকারের বেঁধে দেওয়া সময়সূচী দেখতে সরেজমিন ঘুরে দেখা যায়, ঘড়ির কাটায় ৮.৩০ মিনিট উপজেলা প্রশাসনিক ভবনে'র চার তলায় মাধ্যমিক শিক্ষা অফিস কার্যালয়। তার পাশে যুব উন্নয়ন কর্মকর্তা কার্যালয় নির্ধারিত সময়ে অফিস খুলেছেন। ঘড়ির কাঁটায় তখন ৯.৪৫ মিনিট মাধ্যমিক শিক্ষা অফিস কার্যালয়ে সকল দরজার তালা ঝুলছে।
এদিকে মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সুধন কুমার বিশ্বাস'র রুমে তালাবদ্ধ। ঘড়ির কাঁটায় যখন ১০.১০ মিনিট তিনি উপজেলা অফিসে আসেন। ওনার নিজ অফিসে না গিয়ে, নির্বাচন অফিস কার্যালয়ে বসে কথা বলছেন কর্মকর্তার সাথে। দায়িত্ব অবহেলায় এযেন নিত্য প্রতিদিনের কাজ মাধ্যমিক শিক্ষা অফিস কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা কাজ নিয়ে শিক্ষকদের বাইরে অবস্থান করতে দেখা গেছে।
তারাকান্দাঢ মাধ্যমিক শিক্ষা অফিসে ভেঙে পড়ছে চেইন অব কমান্ড। কোথাও অসহায়ত্ব, কোথাও দাম্ভিকতা, কোথাও হতাশা, অধিকন্তর সবকিছু ছাড়িয়ে হ য ব র ল। সরকারের সময়সূচী কেন মানা হচ্ছে না, এ বিষয়ে কি আদৌ কর্তৃপক্ষ শিক্ষা অফিসের কাছে জানতে চাইবে কিনা। এ নিয়ে সন্দেহ পোষণ করেছেন সচেতন মহল।
বিষয়টি নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু বক্কর সিদ্দিক উনার সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমি ময়মনসিংহে আছি অফিসে আসতে ১১ টা বাজবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত জানান, অফিস কেন বন্ধ রাখা হয়েছে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।