স্টাফ রিপোর্টার : সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষকদের অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতি না দিয়ে নতুন ভাবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ টেকনিক্যাল স্কুল ও কলেজ শিক্ষক সমিতি, ময়মনসিংহ বিভাগীয় কমিটি। বুধবার (৩১ আগস্ট) বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে ময়মনসিংহ বিভাগের সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষকরা। এ সময় তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন থেকে কারিগরী প্রতিষ্ঠানে যুক্ত থাকার পরও তাদের মূল্যায়ণ না করে নতুন নিয়োগ দিয়ে অভিজ্ঞতার অবমূল্যয়ন করা হচ্ছে, অথচ কারিগরী প্রতিষ্ঠানে অভিজ্ঞদের মূল্যায়ন করলে, কাজের গতি যেমন বাড়বে, তেমনি শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ তৈরিতে সহায়ক হবে।

বক্তারা আরও বলেন, সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের ২২ বছরের অভিজ্ঞ শিক্ষকদের পদোন্নতি না দিয়ে নতুন নিয়োগ বন্ধ করতে হবে। শিক্ষকদের অনতিবিলম্বে পদোন্নতি, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রদানের জোর দাবি জানান তারা।

ময়মনসিংহ বিভাগীয় কমিটির আহবায়ক এ এস এম নাঈম এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিটির আহবায়ক এ এস এম নাঈম এবং কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সভাপতি সিদ্দিক আহাম্মদ সহ আরো অনেক নেতৃবৃন্দ।

এ সময় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কর্মসূচী বাস্তবায়ন কমিটির সদস্য এ বি এম হাফিজুর রহমান, মুহাম্মদ শরিফউজ্জামান খান, মোঃ আরিফুর রহমান, গোপাল চন্দ্র সাহা, মোঃ খোরশেদ আলম, মোঃ রুহুল ফুরকান, নাজমুল করিম, মোরশেদ আলম, কাজী আনছার প্রমুখ।