স্টাফ রিপোর্টার : অল্পের জন্য বিদ্যুৎস্পৃষ্ট থেকে রক্ষা পেল ময়মনসিংহ সদরের ঘাগড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (১৪ফেব্রুয়ারি) সকালে স্কুল মাঠের উপর দিয়ে চলে যাওয়া পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইন বিকট শব্দে আওয়াজ করে স্কুল মাঠে সরবরাহ লাইনের বৈদ্যুতিক তার পড়ে যায়। এ সময় স্কুল মাঠে কোন শিক্ষার্থী না থাকায় কোন দুর্ঘটনা ঘটেনি।
ঘাগড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান জানান, কোন কিছু বুঝে ওঠার আগেই স্কুল মাঠের উপর দিয়ে চলে যাওয়া পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের বিকট শব্দে আওয়াজ করে তার স্কুল মাঠে এলোমেলোভাবে পড়ে যায়। করোনা সংক্রমণের কারণে স্কুল বন্ধ থাকায় মাঠে কোন শিক্ষার্থী ছিল না। এ কারণে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে শিক্ষার্থীরা। স্কুল খোলা থাকলে নিশ্চয়ই শিক্ষার্থীরা মাঠে থাকত এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল।
এ ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে স্কুল মাঠের উপর দিয়ে চলে যাওয়া বৈদ্যুতিক সরবরাহ লাইন সরিয়ে নেওয়ার দাবি করেছেন তিনি।
এ বিষয়ে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি ফুলবাড়িয়ার ডিজিএম ফরিদুল হক জানান, ঘটনাস্থলে বিদ্যুৎ বিভাগের কর্মীদের পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।