নিজস্ব সংবাদদাতা : জামালপুরে ট্রাকচাপায় হাফিজুর রহমান (৪২) নামে এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। নিহত হাফিজুর রহমান সদর উপজেলার লক্ষীরচরের মৃত তৈয়ব আলীর ছেলে। বৃহস্পতিবার (১০ ফেব্র“য়ারি) জামালপুর-ময়মনসিংহ সড়কের নান্দিনা বানার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জামালপুর সদর থানার ওসি রেজাউল ইসলাম খান বলেন, নান্দিনা থেকে জামালপুরের দিকে আসা দ্রুতগতির একটি বালুভর্তি ট্রাক বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হাফিজুর রহমানের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।