ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় রাতের আঁধারে এক কৃষকের ধান নিলো প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার বাঁিশল গ্রামে। ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাঁশিল গ্রামের মোহর আলীর ছেলে তাইজ উদ্দিন মায়ের কাছ থেকে পাওয়া জমিতে বোরো ধান রোপন করেন।

শুক্রবার রাতের কোন এক সময় পূর্বশত্রুতার জের ধরে একই এলাকার নুরুল হকের ছেলে রতন ও শাহাব উদ্দিনের ছেলে মনির লোকজন নিয়ে ক্ষেতের উঠতি বোরো ধান কেটে নিয়ে পাশের একটি ডুবায় ফেলে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। কৃষক তাইজউদ্দিন জানান, ভালুকা মডেল থানায় ঘটনাটি জানানোর পর পুলিশ আসছিলেন। এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করা হবে।

অভিযুক্ত রতন মিয়া জানান, জমি সংক্রান্ত বিরোধের জের হিসেবে তাইজ উদ্দিন নিজেই তার ধান কেটে নিয়ে আমাদের বিরুদ্ধে অভিযোগ করছেন। ভালুকা মডেল থানার এসআই রোমান খান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।